বাগেরহাট সংবাদদাতা: ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নি অ্যাসোসিয়েশনের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গনে ম্যাটস এর শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপি এ মানববন্ধন করে। দাবিগুলো হলো, ইন্টার্নিশীপে ভাতা ও আবাসন সুবিধা প্রদান, চাকরির ক্ষেত্রে ২য় শ্রেণীর পদমর্যাদা, চলমান পদোন্নতি প্রদান এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদান। বক্তারা দাবিগুলো মানা না হলে পরবর্তীতে অনশনসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন। বক্তব্য রাখেন, বাগেরহাট ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নি অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সুমন কুমার দে, বিপুল বাটন, জয়নাল বেপারী, উজ্জ্বল হাচান, রাজীবুল ইসলাম, সাহীনুল সরদার, ফাতেমাতুজ জোহরা পপি প্রমুখ।