গাংনীতে ছিনতাইকারীদের ককটেল বিস্ফোরণ : অস্ত্র উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর চারচারা নামক স্থানে র‌্যাবের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব। গতরাত সাড়ে ৮টার দিকে ছিনতাই প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানিয়েছেন, গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর চারচারা নামক স্থানে র‌্যাবের একটি টহল দল পৌঁছুলে কয়েকজন ছিনতাইকারী সামনে পড়ে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে ছিনতাইকারীরা মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, রোববার রাতে ওই এলাকার ৭টি বাড়ি ও একটি মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটে। মুরগির খামারের কয়েক গজ দূরেই এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।