স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পুস্তকব্যবসায়ী ইকবাল হোসেন ও তার স্ত্রীসহ তাদের কন্যা সন্তান দুর্ঘটনায় জখম হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের জয়রামপুরের নিকট ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো উল্টে পড়লে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজন আহত হন।
চুয়াডাঙ্গা জেলা শহরেরর পুস্তক নিকেতনের স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেন (৪৪) কেদারগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি তার স্ত্রী পলি খাতুন ও মেয়ে নবম শ্রেণির ছাত্রী নিতু আক্তার জীবননগরের কাশিপুর বেড়াতে যান। সেখান থেকে ব্যাটারিচালিত অটোযোগে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় ফিরছিলেন। জয়রামপুরের অদূরবর্তী স্থানে বিপরীতমুখি ট্রাকের ধাক্কায় অটো উল্টে পড়ে। ইকবালের একটি পা গুঁড়িয়ে যায়। তার স্ত্রীর মাথায় আঘাত লাগে। মেয়েও আহত হয়। এছাড়াও তাদের চাচাতো ভাই নজরুলও একই দুর্ঘটনায় আহত হন। নজরুলকে হাসপাতালে ভর্তি করতে না হলেও ইকবাল ও তার স্ত্রী এবং কন্যাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।