স্টাফ রিপোর্টার: সিলেটে ধারালো অস্ত্র দেখিয়ে ৯ ছিনতাইকারী ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে এ ঘটনা ঘটে। টাকাগুলো ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করা হচ্ছিলো বলে ব্যাংক সূত্রে জানা গেছে। তবে টাকা স্থানান্তরের সময় ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী না থাকায় এবং প্রত্যক্ষদর্শী না পাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলছে পুলিশ। ব্যাংক সূত্র জানায়, বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক গহর আলতাব চৌধুরী একটি প্রাইভেট কারে (নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-৬২২) করে ব্র্যাক ব্যাংকের সিলেট নগরের বন্দরবাজার ও দক্ষিণ সুরমা শাখা থেকে এক কোটি টাকা (ক্যাশ মানি) নিয়ে বিশ্বনাথ শাখায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে তিনটি মোটরসাইকেলযোগে নয়জন ছিনতাইকারী গাড়িটিকে আটকায়। ধারালো দেশীয় অস্ত্রের মুখে ওই গাড়িতে থাকা কর্মকর্তাকে জিম্মি করে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালায়। ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখা থেকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আলী আহসান সিদ্দিক জানান, তাড়া থাকায় কোনো নিরাপত্তাকর্মী ছাড়াই টাকাগুলো বিশ্বনাথে নিয়ে যাওয়া হচ্ছিলো। তিনি জানান, তিনটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। গাড়িচালক সোহেল আহমদকে ছুরি দিয়ে আঘাত করে টাকা বহনকারী ব্যাংক কর্মকর্তা গহর আলতাব চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একপর্যায়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।