মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি জনাকীর্ণ মার্কেটের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল রোববার সকাল এগারটার দিকে শহরের প্রসিদ্ধ কিসা খাওয়ানি মার্কেটের কাছে বেশ কয়েকটি দোকান ও গাড়িকে লক্ষ্য করে দু দফায় এ বিস্ফোরণ ঘটানো হয়। তবে কিছু সংবাদ মাধ্যম বলছে, স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাইয়ের গাড়িকে লক্ষ্য করে গতকাল রোববার সকালে এ হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে শওকতের অবস্থা জানা যায়নি। গত সপ্তায় খ্রিস্টান সম্প্রদায়ের একটি চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার ঘটনার পর এ বিস্ফোরণের খবর এলো। এছাড়া শুক্রবারও পেশোয়ারের কাছে সরকারি কর্মচারীবাহী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।