স্টাফ রিপোর্টার: পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান সঙ্কট নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে বেলা ২টার দিকে এ সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন বলেন, সভায় শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্র ও শিক্ষক নেতাদেরও ডাকা হয়েছে। সচিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক।’ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গত শনিবার এ আন্দোলন সহিংসতায় রূপ নেয়।