স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের এমএলএসএস ইমরোজ মোল্লা মিলনকে চাকরিচ্যুত করা হয়েছে। কলেজের অনার্স বর্ষবদল পরীক্ষার্থীর নকল প্রবেশপত্র দেয়ায় কলেজ কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে।
ইমরোজ মোল্লা মিলন চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার আনোয়ার মোল্লার ছেলে। তিনি ২০০৭ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অত্যাবশকীয় কর্মচারী হিসেবে যোগ দেন। গতপরশু কলেজের দু ছাত্র ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে পুলিশ আটক করে। পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে আটক দু ছাত্রকে ছেড়ে দেয়া হয়। গঠন করা হয় দু সদস্যের একটি তদন্ত টিম। কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমানকে প্রধান করে গঠিক তদন্ত কমিটির সদস্য রাখা হয় সহকারী অধ্যাপক আব্দুল মতিনকে।
ইমরোজ মোল্লা মিলন দোষ স্বীকার করে বলেছেন, দু ছাত্রের প্রবেশপত্র আমার কাছে ছিলো। তা হারিয়ে যাওয়ার কারণে দুটি প্রবেশপত্র তৈরি করে দিয়েছিলাম। ওটা তৈরি করলে যে অতো বিপদ হবে তা বুঝতে পারিনি।