টিপ্পনী:

খবর: (ঝিনাইদহে দেবরের লাঠির আঘাতে ভাবী নিহত)

ভাবীর গালে চাটি
মাথায় মারে লাঠি-
দেবর আমার জানের দেবর
মানুষ ফাটাফাটি।

দেবর তো নয় হাতি
মাথায় মারে লাথি-
খুটিনাটি বিষয় নিয়ে
খুব করে বজ্জাতি।

কী যে বুকের পাটা
ওর দুটো কান কাটা
দেবর তো নয় বিষাক্ত সাপ
মারবো মুখে ঝাটা।

-আহাদ আলী মোল্লা