ঝিনাইদহে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

 

ঝিনাইদহ অফিস: নিশ্চিত হোক শিশু অধিকার, কাটুক সকল অন্ধকারস্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তা পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিশু একাডেমী মিলনায়তনে গতকাল রোববার সকালে আলোচনাসভা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু একাডেমী আয়োজিত সপ্তাব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন জাহান। বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানা, খোন্দকার আবু সাইদ, সজল বসু, সুমন ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বক্তারা আধুনিক শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতাবোধ সম্পন্ন করে প্রতিটি শিশুকে গড়ে তোলার আহবান জানান। এছাড়া শিশুদের সপ্তাব্যাপি ক্রীড়া, বিতর্ক, নৃত্য, আবৃত্তি, ছড়াগান, চিত্রাঙ্কন, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা  হয়।