ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ড থেকে রবিউল ইসলাম তপু (৩৪) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রবিউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। গতকাল রোববার ভোরে হরিণাকুণ্ডুর পোলতাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পোলতাডাঙ্গা গ্রামের মইজুদ্দীনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তপুর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।