ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুর থেকে দু জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হত্যা মামলা ও মুক্তিযুদ্ধ ভাষ্কর্য ভাঙচুরসহ নাশকতার মামলায় গতকাল রোববার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের আবু সারের ছেলে জামায়াতের রুকন সদস্য লিটন হোসেন (২৮) ও মহেশপুর উপজেলার কচুরপোতা গ্রামের মাহাতাব আলীর ছেলে মহির মণ্ডল (৩২)।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, ৩ মার্চে পুলিশ হত্যা মামলায় জামায়াত নেতা লিটনকে গতকাল রোববার সকালে নিজ গ্রাম তাহেরহুদা থেকে গ্রেফতার করা হয়। সে পুলিশ হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি। এদিকে মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, সকালে মহেশপুরের সামন্তা বাজার থেকে জামায়াত নেতা মহির মণ্ডলকে গ্রেফতার করা হয়। তিনি মুক্তিযুদ্ধ ভাষ্কর্য ভাঙচুর ও নাশকতা মামলার আসামি।