আলমডাঙ্গা ব্যুরো: গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মৎস্য অফিসের উদ্যোগে হারদী ইউনিয়ন পরিষদ হলরুমে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার সুফি, নবাগত ওসি রফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজেক আলী, থানার ওসি তদন্ত নাজমুল হক, সেকেন্ড অফিসার লুৎফুল কবীর, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ জোয়ার্দ্দার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সাত্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক ওমর খৈয়াম, ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা শামসুল হক, মজিবার রহমান, শহিদুল ইসলাম, শান্তি নাহার, রাফেজা খাতুন, সমাজকর্মী নাজমুল হক প্রমুখ। এছাড়াও শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।