১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

 

স্টাফ রিপোর্টার:  ২০১৪ সাল নাগাদ ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার। এক্ষেত্রে মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশকারী ও অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি কাজে নিয়োগ পাবে না। শুক্রবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার উপমানবসম্পদমন্ত্রী দাতুক ইসমাইল আবদুল মুত্তালেব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ১৪ লাখ শ্রমিক নিয়োগের যে বিষয়টি বলা হচ্ছিলো তা সঠিক না। ১৪ লাখ শ্রমিক কাজের জন্য আবেদন করেছিলেন। আমরা ১০ হাজার শ্রমিক নেয়ার পরিকল্পনা করেছি। ইসমাইল জানান, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে কড়াকড়ি প্রক্রিয়া অনুসরণ করছে মালয়েশিয়া। আবেদন পাঠানো ১০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠান শ্রমিক পাঠানোর অনুমোদন পেয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশকারী ও অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি কাজে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।