মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা কৃষকলীগের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার সদর থানা কৃষকলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর থানা কৃষকলীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসকার আলী, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু, জেলা কৃষকলীগের সহসভাপতি মনিরুজ্জামান টিটু, আব্দুল মান্নান প্রমুখ। বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, যুবলীগ নেতা আহসানুর রহমান গোপাল প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে জাফর আলী মেম্বারকে সভাপতি ও মিলন হোসেন মেম্বারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সদর থানা কৃষকলীগের কমিটি গঠন করা হয়।