স্টাফ রিপোর্টার: ভালোবাসা আর শ্রদ্ধায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশবাসী। এ উপলক্ষে আলোচনাসভা, দোয়া, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকর্ম প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেক কাটে আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ শাখার উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু হোসেন জোর্য়াদ্দার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ হোসেন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মাফি, রুবেল, সুইট, রাকিব, তাওরাত, রিস্তাক, জাহাঙ্গীর, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, হালিম, রিপন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বিপ্লব, জানিব, জ্যাকি, ছাত্রলীগ নেতা হাসিব, শাওন, মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল।
চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে কেক কেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা আলমগীর আজম খোকা, মাসুদ রানা, মামুন, খোকন, তপন, খানজাহান, ছোট রানা, সোহাগ, ইমতাজুর রহমান সোহাগ, মিজু, জুয়েল, সনজু, ছোট সোহাগ, সাগর, ছাত্রলীগ নেতা নন্দ, রাইহান, আরিফিন, বিশু, তানজিল প্রমুখ। চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে উদাত্ত আহবান জানানো হয়।