ঝিনাইদহ অফিস: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন-বৈষম্য, পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারের সুপারিশ বাস্তবায়নসহ দু দফা দাবিতে ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে পলিটেকনিকের সামনে মহাসড়কে এক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় ওপর বেঞ্চ নিয়ে বসে প্রতিবাদ জানাতে থাকে। তারা আগামীকাল থেকে শুরু হওয়া সকল সেমিস্টার পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছে। পরে এক সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে সুপারভাইজিং পদ পরিবর্তনের দাবি জানান। দাবি মানা না হলে আগামীকাল থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধের হুমকি দেয় শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দু দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর কারিগরি ছাত্রসংগ্রাম পরিষদ আজ রোববারের সব পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার মেহেরপুর কারিগরি ছাত্রসংগ্রাম পরিষদ ওই সিদ্ধান্ত নেয়।