স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে নিজ বাসায় খুন হয়েছেন এক ব্যবসায়ী। তার নাম জাফরুল হক মোক্তার। তিনি আবাসন প্রতিষ্ঠান হোম টেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। জাফরুলের স্বজনেরা বলেন, তিনি রূপনগর থানার মিরপুর ৬ নম্বর সেকশনের ট ব্লকে একটি ছয়তলা বাড়ির মালিক। ভবনের দ্বিতীয়তলায় তিনি সপরিবারে বাস করতেন। আর নিচের তলাটি জাফরুল বৈঠকখানা হিসেবে ব্যবহার করতেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফরুল ড্রইংরুমের সোফায় বসেছিলেন। এ সময় অপরিচিত কয়েক যুবক বাসায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়া হয়। পরে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।