মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মোহাম্মদ আলী ওরফে মবুল মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজেউন)। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী (৭০) মাসখানেক আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। বাড়িতেই শয্যাশায়ী ছিলেন তিনি। গত শুক্রবার স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেলে মারা গেলে গতরাতেই তার লাশ নিজ গ্রামে আনা হয়। গতরাত পৌনে ১০টায় মোহাম্মদ আলীর লাশ দাফন সম্পন্ন করা হয়।