ঝিনাইদহ অফিস: আজ শনিবার ঝিনাইদহে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দুপুর ২টায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ড. এম. হারুন-অর-রশীদের সভাপতিত্বে জনসভায় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে জেলা জাতীয় পার্টি গত এক মাস ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রং-বেরঙের ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে শহর। চলছে মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ। নেতাকর্মীরা জনসভা সফল করতে জেলার ৬ উপজেলায় নানা সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন।
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ড.এম. হারুন-অর-রশীদ তাদের পার্টির চেয়ারম্যান আসার তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আসার খবরে জেলাজুড়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে তাকে এক নজর দেখার জন্য। এ জনসভায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান ও জাতীয় ইস্যুতে এরশাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে তিনি জানান।