মাথাভাঙ্গা মনিটর: কিংবদন্তী গায়িকা লতা মুঙ্গেশকর পেশাগতভাবে গান গাইছেন ১৩ বছর বয়স থেকে। বলিউডে সাত দশক ধরে এক হাজারেরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ভারতরত্নে ভূষিত লতা গান গেয়েছেন বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায়। আজ ২৮ সেপ্টেম্বর লতার ৮৪তম জন্মদিন। আর এ উপলক্ষে গত এক বছরে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে দেয়া তার সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যাঁ ৮৪ হয়েই গেলো। আমি কখনোই নিজেকে বুড়ো হতে দেইনি। শুধু সময়টাই চলে গেছে।