ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল শুক্রবার সকাল ১০টায় বন্ধ হয়ে যাবে কি জয়িতাদের পথচলা শীর্ষক একটি অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়। পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। তিনি বলেন,০ বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর ফলে একদিকে দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
অপরদিকে নারী নির্যাতন, বহু বিয়ে, বিয়ে বিচ্ছেদসহ মা ও শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে। মেয়েদেরকে পরিবারের বোঝা মনে না করে লেখাপড়া শিখিয়ে তাদের মানবসম্পদে পরিণত করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। শুধুমাত্র ভোটের কথা চিন্তা না করে দেশের নারী শিক্ষার হার বাড়ানোর জন্য ছোট মেয়েদের জন্মসনদ না দেয়ার জন্য জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা ও উপজেলা যুবউন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।