প্রধানমন্ত্রী ঝিনাইদহ আগমন উপলক্ষে কালীগঞ্জ কৃষকলীগের বর্ধিত সভা

 

ঝিনাইদহ অফিস: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার ঝিনাইদহ আগমন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের ডাকবাংলো অডিটরিয়ামে অনুষ্ঠিত বর্ধিতসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রশীদ। উপজেলা কৃষকলীগের সভাপতি ডাক্তার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, ঝিনাইদহ জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমশের। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহসভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু, এমএস উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মডেল, রাজিব হাসান রাজু, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম দিদার, লুৎফর রহমান বেল্টু, মনির হোসেন মুকুল, আশরাফুল ইসলাম মাস্টার, জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ। পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব খাঁ। সভায় নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার জনসভা আগামী ৮ অক্টোরব সফল করার ওপর গুরুত্ব আরোপ করেন।