মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পেশোয়ারের চারসাদ্দা রাস্তায় সরকারি কর্মকর্তাবাহী একটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। বাসের ভেতর আগে থেকেই বোমাটা রাখা ছিলো বলে পেশোয়ারের সহকারী কমিশনার জহিরুল ইসলাম জানান। বিস্ফোরণে ১৭ জন নিহতের খবরও নিশ্চিত করেন তিনি। খাইবার পাখতুনওয়ালার পুলিশ প্রধান নাসির দুররানি সাংবাদিকদের বলেন, বাসের পেছনের দিকে রিমোট নিয়ন্ত্রিত বোমাটি রাখা ছিলো। সরকারি কর্মকর্তাগণ বাসটিতে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাসের ভেতর খুবই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বাসের অংশবিশেষ রাস্তার পাশে ছড়িয়ে যায়। বিস্ফোরণের ফলে বাসের পেছনের শক্ত ধাতব অংশ একটা পিণ্ডে পরিণত হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের লাশ লেডি রিডিং হাসপাতাল ও চারসাদ্দা সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতেলে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারাই এ হামলার লক্ষ্য ছিলো বলে সংবাদমাধ্যমকে জানালেন পেশোয়ারের কমিশনার সাহিবজাদা মোহাম্মদ আনিস।