দর্শনা অফিস: দর্শনা ডিএসবি সদস্য মুক্তার হোসেনের বিরুদ্ধে এবার ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুললেন বিউটি নামের এক মহিলা। দর্শনা রেলবাজার ফুলতলার নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া দামুড়হুদার সুলতানপুরের মাওলা বক্সের স্বামী পরিত্যক্তা মেয়ে বিউটি খাতুনের অভিযোগে জানা গেছে, গতপরশু সন্ধ্যায় দর্শনা ডিএসবি সদস্য মুক্তার হোসেন সাথে আরও তিনজনকে নিয়ে তার ভাড়া বাসায় যান। সেখানে মুক্তার হোসেন বিউটির ওপর অভিযোগ তুলে বলেন, তার ঘরে পরপুরুষ ছিলো। এ সময় বিউটিকে ধরে নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখান মুক্তার হোসেন। এক পর্যায়ে না ধরার শর্তে বিউটির কাছে দাবি করা হয় ৫০ হাজার টাকা। কোনো উপায়ন্তর না পেয়ে বিউটি ২২ হাজার টাকা তুলে দেন মুক্তার হোসেনের হাতে। এ ঘটনায় মুক্তার হোসেন জানান, দর্শনা ইসলাম বাজারের গনি কসাইয়ের ছেলে কালু কসাই বিউটির বাড়িতে অবস্থান করছে এ রকম তথ্যের ভিত্তিতেই তার বাড়ি যান। তবে কাউকে না পেয়ে ফিরে এসেছেন। বিউটিকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেছেন মুক্তার হোসেন। তবে অভিযোগটি খতিয়ে দেখার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে।