ডিঙ্গেদহের মিষ্টি ফুডে ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারের মিষ্টি ফুডে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও রাখার অপরাধে এ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের মিষ্টি ফুডে অভিযান চালান। এ সময় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ (সংশোধিত ২০০৫) আইনে মিষ্টি ফুডের স্বত্বাধিকারী মতিয়ার রহমান মালিককে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।