খবর: (বিএনপি ক্ষমতায় থেকে শাসনের নামে শোষণ করেছে)
যারাই যখন ক্ষমতাসীন খাই বেশি
ভয় দেখিয়ে হুমকি দিয়ে চায় বেশি
সকাল দুপুর নিজের গিদই গায় বেশি
দু হাত পেতে উদর পুরে পায় বেশি।
যারাই যখন ক্ষমতাসীন ধার বেশি
বড়াই করে শক্তি-সাহস কার বেশি
ভাষণ চলে দেশে ডিজেল-সার বেশি
কথা শুনে মুখটা নেতার ভার বেশি।
যারাই যখন ক্ষমতাসীন ভাব বেশি
বাড়িতে যায় মিষ্টি ইলিশ ডাব বেশি
তবিল তবিল পয়সা কড়ির চাপ বেশি
চলায় বলায় স্যালুট-সালাম লাভ বেশি।
-আহাদ আলী মোল্লা