ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডু থেকে ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

 

ঝিনাইদহ অফিস: মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙচুর, পুলিশ হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডু থেকে ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গতকাল শুক্রবার ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জামায়াত কর্মীরা উপজেলার দত্তনগর এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত কর্মী মোহাম্মদ ইব্রাহীম, খালিদ হাসান ও লিটন মিয়াকে গ্রেফতার করে। মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, ভোররাতে উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জামায়াত কর্মী তোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ কনস্টেবল ওমর ফারুক হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।