স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পাঁচলিয়া বাজারপাড়ার চিহ্নিত শিহাবের বিরুদ্ধে চরমপন্থি সংগঠন জনযুদ্ধের নেতা রানা বিশ্বাস পরিচয় দিয়ে মোবাইলফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ডাউকি গ্রামের দুবাই প্রবাসী আমিরুলের নিকট চাঁদা দাবি করার অভিযোগ তুলে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, ডাউকি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আমিরুল ইসলাম দীর্ঘদিন দুবাই প্রবাসী। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। গত ২৫ সেপ্টেম্বর তিনি পাঁচলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে তার মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তি নিজেকে চরমপন্থি সংগঠন জনযুদ্ধের নেতা রানা বিশ্বাস পরিচয় দিয়ে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর গত শুক্রবার সকালে আবারও অনুরূপভাবে আমিরুল ইসলামকে মোবাইল করে ১০ লাখ টাকা দাবি করে। এবার সময় বেধে দেয়া হয় ৫ দিন। ৫ দিনের মধ্যে টাকা না দিলে আমিরুলকে অথবা তার পরিবারের লোকজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। যে মোবাইল সিম নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি নিজেকে চরমপন্থি সংগঠন জনযুদ্ধের রানা বিশ্বাসের নামে চাঁদা দাবি করেছে, সেই নম্বরে ভিন্ন একটি মোবাইল নম্বর থেকে রিং দিয়ে কৌশলে চাঁদাবাজের পরিচয় উদ্ধার করেছে দাবি করেছে বলে প্রবাসী আমিরুলের পারিবারিকসূত্র জানিয়েছেন। তারা জানিয়েছেন, পাঁচলিয়া বাজারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে শিহাব নিজেকে চরমপন্থি সংগঠনের নেতা রানা বিশ্বাসের পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছে। শিহাব দীর্ঘদিন কারাভোগের পর কয়েক মাসপূর্বে মুক্ত হয়েছে। সে চাঁদার দাবতে নওদা পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবননির্মাণ শ্রমিককে অপহরণ করার মামলায় ইতঃপূর্বে কারাভোগ করে।