চুয়াডাঙ্গার বেলগাছি-মাখালডাঙ্গা সড়কে ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছি-মাখালডাঙ্গার মাঠে সন্ধ্যারাতে ছিরতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মাখালডাঙ্গার মাসুদ রানার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইলফোন, নগদ টাকা ও চেকবই ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে। মাসুদ রানাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত কলম আলী বিশ্বাসের ছেলে মাসুদ রানা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিলেন। চুয়াডাঙ্গা-মাখালডাঙ্গা সড়কের শালগাড়ি মাঠে ওত পেতে থাকা ১০/১২ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে মারধর করে মোটরসাইকেল, মোবাইলফোন, নগদ ১৪ হাজার ৭শ টাকা ও ইসলামী ব্যাংকের একটি চেকবই ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।