ইবির যুবক মাদরাসাছাত্রীসহ আলমডাঙ্গার কালিদাসপুরে পুলিশের হাতে গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: কুষ্টিয়ার ইবি থানার গাংদি গ্রামের বিবাহিত যুবক আজিজুল হক মাদরাসা পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে ঘরভাড়া নিয়ে ফুর্তি করার সময় বেরসিক জনতার হাতে পাঁকড়াও হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসী তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

জানা গেছে, গাংদি গ্রামের ইকবাল হোসেনের ছেলে আজিজুল হক (২২) বিবাহিত। তারপরও সে একই গ্রামের মাদরাসা পড়ুয়া রোজিনা ওরফে দিতি নামে মেয়ের সাথে প্রেমসম্পর্ক গড়ে তোলে। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার তারা বাড়ি থেকে অজানার উদ্দেশে পাড়ি জমায়। প্রেমিকযুগল কালিদাসপুর গ্রামে গিয়ে রেললাইনের পাশে এক ঝুঁপড়ি ঘরের মালিক আজগর আলীর ঘর এক রাতের জন্য ১ হাজার টাকা ভাড়ার কথা শুনে সবাই অবাক হন। সকলের নিকট বিষয়টি কম-বেশি রহস্যজনক মনে হয়। এলাকাবাসী ওই ঝুঁপড়ি থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিকযুগলকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।