ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সুড়াগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুড়া গ্রামের মিঠু হোসেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ শামীম রেজা (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে একই গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বোমার আলামত উদ্ধার করেছে।
হরিণাকুণ্ডু থানার এসআই নীরব হোসেন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সুড়া গ্রামের শাহজাহান খন্দকারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মিঠু হোসেন বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের বাড়ির বাঁশবাগানের পাশে পড়ে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সুড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে শামীম রেজাকে আটক করে।