স্টাফ রিপোর্টার: রংপুর মহানগরীর খটখটিয়া পশ্চিমপাড়া এলাকায় নুরুন্নার বেগম (৫৫) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী আশেক আলী। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক স্বামী আশেক আলীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, মহানগরীর খটখটিয়া পশ্চিমপাড়া এলাকার আশেক আলী পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তার স্ত্রী নুরুন্নাহারকে মারধর করত। বৃহস্পতিবার রাতে আশেক আলী ঘুমন্ত অবস্থায় নুরুন্নার বেগমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সাহাবুদ্দিন খলিফা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি।