মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শালিকা ফুটবলমাঠে ফুটবল খেলা চলাকালে এক খেলোয়াড়কে বেধড়ক পিটিয়েছেন শালিকা গ্রামের লোকজন। বাড়িবাঁকা ফুটবল একাদশের মিলন মোর্শেদ নামের ওই খেলোয়াড়কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেমিফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে। শালিকা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে গতকাল বিকেলে বাড়িবাঁকা ও শালিকা ফুটবল একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিলো।
খেলার শেষ পর্যায়ে রেফারি শালিকা গ্রামের আব্দুল কুদ্দুসের একটি ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করেন বাড়িবাঁকা দলের খেলোয়াড় মিলন মোর্শেদ। এতে উত্তেজিত হয়ে শালিকা গ্রামের লোকজন তাকে পেটাতে থাকে। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থেকে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত ওই খেলোয়াড়।