মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের দু পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের শৌলমারী সড়কের ওপর এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১১ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামের মোশারফ হোসেন ও ফজলুল হক পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ওই গ্রামের মৃত চারু শেখের ছেলে ফজলুল হক (৪৮), চায়েন হাসান (৪০) ও আহসান (৩২) মেয়ে খালেছা (৩৫), চায়েনের স্ত্রী সেলিনা (৩০) এবং মঈমের ছেলে মোশারফ হোসেন (৫০), ইউসুফের ছেলে সালাম (৩৫), ইউনুচের ছেলে আল মামুন (২৭), মোছাদের ছেলে মামুন (২৩), মোছাদের স্ত্রী মনোয়ারা খাতুন (৪০) ও ইউসুফের ন্ত্রী সালেহাসহ (৪৫) উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। মারাত্মক আহত ১০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম।