মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর ও দক্ষিণাঞ্চলে দুটি পৃথক বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবারের এসব হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের উত্তরে সাবা আল-বুর এলাকায় চারটি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হন। এ হামলায় ৪০ জনের বেশি জন আহত হন। অন্যদিকে বাগদাদের দক্ষিণের দোরা জেলার একটি বাজারে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। সম্প্রতি ইরাকজুড়ে সাম্প্রদায়িক হামলা বেড়ে গেছে। ২০০৮ সালের পর থেকে এ হামলার মাত্রা চলতি বছরে সর্বোচ্চ হয়েছে। এ বছর ইরাকজুড়ে সহিংসতায় কমপক্ষে পাঁচ হাজারের বেশি জন নিহত হয়েছে, আগস্ট মাসেই নিহত হয়েছেন ৮০০ জন। বাগদাদরে উত্তরে সুন্নি মুসলিমদের সরকারবিরোধী বিক্ষোভ শিবিরে সেনা অভিযানের পর দেশটি সহিংসতা বেড়ে গেছে। সিরিয়া সংকটও দেশটিতে সহিংসতার বাড়ার পেছনে ভূমিকা রাখছে।