স্টাফ রিপোর্টার: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকৌশলী কর্তৃক অফিস সহকারীকে কুপ্রস্তাব দেয়ায় অফিস সহকারীর লোকজন তাকে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলীর নিকট অফিস সহকারী অফিসের কাজকর্মের খাতা স্বাক্ষর করতে যায়। ওই সময় প্রকৌশলী সামছুজ্জোহা অফিস ফাইল অফিসে স্বাক্ষর করবে না মর্মে তার বাসায় নিয়ে যেতে বলেন। এ সময় অফিস সহকারী উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে শ শ স্থানীয় জনতা অফিসের সামনে উপস্থিত হয়। অফিস সহকারী স্থানীয় জনতার নিকট চিৎকার করে বলতে থাকে প্রকৌশলী সামছুজ্জোহা তাকে দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।