দামুড়হুদায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্বুদ্ধকরণ সেমিনারে পুলিশ সুপার আ. রহিম শাহ চৌধুরী

 

এলাকা সন্ত্রাসমুক্ত রাখতে স্বচ্ছ কমিউনিটি পুলিশ হতে হবে

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা মডেল থানার আয়োজনে জুড়ানপুর ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের উদ্বুদ্ধকরণ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মডেল থানা চত্বরে পিআরপি পুলিশ হেড কোয়ার্টারের সহযোগিতায় এএসপি (প্রবি) আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীবের (পিপিএম) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এএসপি সার্কেল সালেহ উদ্দিন আহমেদ, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন, এসআই আবু জাহের ভূইয়া, ইব্রাহিম হোসেন, আফজাল হোসেন, এমদাদ হোসেন, এএসআই নিয়াজ মোর্শেদ, আলাউল হক, আমির হোসেন, ঈমাম হোসেন, জুড়ানপুর ইউপি সদস্য খোকন আলী, সাইদুর রহমান লিটন, রুহুল আমিন, ইউনুচ আলী, হামিদুল হক, মশিউর রহমান, ফজলুল হক, নাজনীন আক্তার, রেকমোনা খাতুন, নিগার বানু, শিক্ষক আব্দুর রাজ্জাক, রাশেদুল মেম্বার, মিরাজুল ইসলাম, মতিয়ার রহমান, সেলিম উদ্দিন খুশিসহ এলাকার কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এলাকায় সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি বন্ধ করতে কমিউনিটি পুলিশিং কমিটির জোরালো ও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি কমিউনিটি পলিশকে অবশ্যই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সেইসাথে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকটিও খেয়াল রাখতে হবে। তিনি নতুনভাবে অন্তর্ভূক্ত জড়ানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে  আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। শেষে অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীরা গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন।