দামুড়হুদার মুন্সিপুরের বিএসএফ’র হাতে আটককৃত মিয়াজান বাড়ি ফেরেনি

 

দর্শনা অফিস: বিএসএফর হাতে আটককৃত বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়া হয়নি। তাকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। গতপরশু বুধবার দামুড়হুদার মুন্সিপুর মাঝপাড়ার ফকির মোহাম্মদের ছেলে গরুব্যবসায়ী মিয়াজান গরু আনতে ভারতে অভ্যন্তরে প্রবেশ করলে মহাখোলা টহল বিএসএফ’র হাতে আটক হয়। বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে বলা হয়, মিয়াজান ভারতে অভ্যন্তরে প্রবেশ করে মাতলামো করছিলো। তাকে আটক করা হলে সে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয়। খবর নিয়ে জানা গেছে, সে বাংলাদেশি নাগরিক। ফলে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে ঘটনার দু দিনেও মিয়াজান বাড়ি না ফেরায় এখনো আশায় বুক বেধে আছে স্বজনেরা। তার বাড়ি ফেরার অপেক্ষার প্রহর গুনছে। সূত্র বলেছে, গতকাল বৃহস্পতিবার ভারতের চাপড়া থানা পুলিশ মিয়াজানকে আদালতে সোপর্দ করেছে।