দলীয় কর্মসূচি সর্বাত্মক সফল করার আহ্বান
স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোর্টমোড়স্থ চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ সম্পাদকের কার্যালয়ে অর্থ সম্পাদকেরই উদ্যোগে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম প্রস্তুতিসভায় দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির একাংশের সহসভাপতি মো. আরশেদ আলী কালু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী তৃণমূল দলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. আবু বক্কর সিদ্দীকি বকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সদস্য ওহিদুল ইসলাম ওহিদ, জেলা তৃণমূল দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক আবু, জেলা কৃষকদলের সভাপতি হামিদুল হক নেতাজী, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আলমডাঙ্গা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মশিউর রহমান বাবু প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোমিনপুর ইউনিয়নের লিখনের নেতৃত্বে মো. জাহাঙ্গীর আলমের হাতে হাত রেখে বোয়ালমারী ১ ও ২ নং ওয়ার্ডের সুজন মাহমুদ, তারা, লাবু, জামাল, আলামিন, হামিদ, রকি, রেভেন, শান্ত, জাহাঙ্গীর, রাসেল, হেলাল, আউয়াল, রাহেদ, সাইদুর রহমান লিখনসহ শতাধিক নেতাকর্মী যোগদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ২৯ সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাসমাবেশে যোগদানের মাধ্যমে ওই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।