গাংনী প্রতিনিধি: ১৭০ বোতল ফেনসিডিলসহ আলী হোসেন (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। অভিযান পরিচালনা করেন ডিবির উপসহকারী পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম। তিনি জানিয়েছেন, মহাম্মদপুর গোরস্তানের পাশে মাদকদ্রব্য বেচাকেনার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় অপর এক মাদকব্যবসায়ী পালিয়ে যায়। আলী হোসেনকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।