মাথাভাঙ্গা মনিটর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৬ সেনা ও ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অনেকে। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি সেনানিবাস ও একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিচ্ছিন্নতাবাদীরা প্রথমে জম্মুর কাঠুয়া জেলার হিরানগর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ সদস্য ও দুজন বেসামরিক নাগরিককে হত্যা করে একটি ট্রাকে করে পালিয়ে যায়। তারপর পার্শ্ববর্তী সাম্বা জেলার একটি সেনানিবাসে হামলা চালিয়ে ছয় সেনা সদস্যকে হত্যা করে। তবে সেনাবাহিনীর পোশাক পরে সেনানিবাসে হামলা চালানোয় পরিস্থিতি বুঝে উঠতে পারেননি কর্মকর্তারা। এ কারণে সেনানিবাসের হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।