ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাহীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে ট্রেনে কেটে নিহত হয় সে। নিহত শাহীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মনসুর আলীর ছেলে।

কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশনমাস্টার নজরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ মেলের নিচে পড়ে সে নিহত হয়। শাহীন কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামে কয়েকদিন আগে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলো। অনেকে ধারণা করছে শ্বশুরবাড়িতে এসে কোনো ঘটনা নিয়ে গোলযোগ হয়েছিলো, যে কারণেই সে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।