মেহেরপুর জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির আহ্বায়ক আনারুল ইসলাম জামিন পাওয়ায় গতকাল বুধবার সকাল ১০টা থেকে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ওষুধ ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুর সাড়ে বারটার দিকে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিনের আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির নেতৃবৃন্দের যৌথ সভাশেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এছাড়াও ব্যবসায়ীদের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সদস্য সচিব রাকিবুল হাসান রনো।

গত ১৮ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত দেয়া-নেয়াকে কেন্দ্র করে সমিতির আহ্বায়ক হাসপাতাল সড়কের মিয়া ফার্মেসীর স্বত্বাধিকারী আনারুল ইসলামের সাথে এরিস্টো ফার্মা লিঃ এর মেডিকেল ইনফরমেশন অফিসার শরিফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। ওই রাতেই আনারুল ইসলাম ও তার দোকান কর্মচারী কাফিরুল ইসলামের নামে গোপনে মেহেরপুর সদর থানায় ছিনতাই মামলা দায়ের করেন মেডিকেল ইনফরমেশন অফিসার শরিফুল ইসলাম। গত রোববার দুপুরে ওই মামলায় আদালতে জামিন নিতে গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল ইসলাম জামিন বাতিল করে আনারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন দুপুর থেকে ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করলে রাত আটটার দিকে জেলা প্রশাসক মাহমুদ হোসেন সমস্যা সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।