আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিবাহী ম্যাজিস্ট্রেটের মোবাইলফোন চুরির অভাবনীয় ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গত মঙ্গলবার হাটবোয়ালিয়া বাজারে ওষুধ বিক্রির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় তার ব্যবহৃত মোবাইলফোন চুরি হয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন তিনি।