স্টাফ রিপোর্টার: কাদের মোল্লাসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ কমৃসূচি ঘোষণা করেন জামাযাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, গণহত্যা চালিয়ে দেশে এক বিভৎস পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার। রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকার জন্য সরকার একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে। শতকরা ৯৫ ভাগ মানুষের দাবি অগ্রাহ্য করে একটি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। রফিকুল ইসলাম খান বলেন, নিরপেক্ষতা ধূলিস্যাৎ করে নগ্ন দলীয়করণের মাধ্যমে ন্যায় বিচারের পথ রুদ্ধ করে দিয়েছে সরকারের। ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।