দর্শনা অফিস: দামুড়হুদার রুদ্রনগরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবার বসতঘর ও নগদ টাকাসহ অর্ধলাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর ঘাটপাড়ার সুলতানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি বসতঘর, নগদ ১০ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল ভস্মীভূত হয়ে গেছে।