দর্শনায় উপজেলা যুবলীগের বর্ধিতসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদ

 

যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া অকভয় লড়াকু সৈনিক

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা যুবলীগের বর্ধিতসভায় দর্শনা অডিটেরিয়াম কামকমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সভার শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের হাতে গড়া যুবলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। যুবলীগ নেতারা এখন জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন। দেশ পরিচালনা তাদের অফুরন্ত অবদান রয়েছে। দেশ ও জাতির উন্নয়নে এ সংগঠনের কোনো বিকল্প নেই। উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য মৃণাল কান্তি জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আসমান, আব্দুল কাদের, আ. রশিদ, অ্যাড. আবু তালেব, হযরত আলী, আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, ইকবাল হোসেন, জয়নাল আবেদীন নফর, সাইফুল ইসলাম, একে আজাদ কিরণ, মহাসিন আলী, শওকত আলী, আ. হামিদ, সাজাহান মোল্লা, তারেক জামান, আব্দুস সামাদ, আব্দুস সালাম বিশ্বাস, মারুফ আহম্মেদ, রেজাউল ইসলাম, আমিরুল ইসলাম, আ. রাজ্জাক, মামুন শাহ, আ. কুদ্দুস, ফয়সাল, আসাদুল ইসলাম প্রমুখ।