টিপ্পনী:

খবর: (দর্শনায় রেক্টিফাইড স্পিরিট পানে আরো একজনের মৃত্যু)

 

খাচ্ছো ভালোই গিলে গিলে

ছিলে ছিলে খাও,

মাঝে মাঝে এদিক ওদিক

মরে মরে যাও।

 

ভাঙলো হাঁড়ি হাটে হাঁড়ি

মাঠে হাঁড়ি খুলে যায়,

আজকে মরে কালকে ওরা

সব বেমালুম ভুলে যায়।

 

রাতবিরেতে উঠে উঠে

খুটে খুটে খাস তোরা,

ও ছি ছি এ কী হলো

নিজেই নিলি বাস তোরা।

 

-আহাদ আলী মোল্লা