ঝিনাইদহে শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকবর আলী (৪০)। তিনি একজন রিকশাচালক।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন, দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী আকবর আলী গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে দায়িত্বরত চিকিৎসক আকবর আলীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।