চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের কবলে ফুটবল খেলোয়াড়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অপরিচিত রিকশায় উঠে ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কারো কারো ধারণা অনেক রিকশা চালক সরাসরি ছিনতাই ঘটনার সাথে জড়িত। যেসব রিকশাচালকের নাইটপাস নেই তারাই এ ঘটনা ঘটিয়ে থাকে বলে অভিযোগকারীরা জানায়।

সূত্র জানায়, গত মঙ্গলবার দামুড়হুদা কার্পাসডাঙ্গার কাঞ্চনতলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবু সাদাত মোহা. সাঈম চিত্রা এক্সপ্রেস ট্রেনযোগে রাত সোয়া ২টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনে নামেন। এ সময় একটি অপরিচিত রিকশায় ওঠেন। তিনি রিকশাযোগে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য রিকশাওয়ালাকে বলেন। এ সময় রিকশাওয়ালা মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তির সাথে কথা বলেন। হাসপাতালের নিকটবর্তী গুলশানপাড়া সড়কে রিকশাটি পৌঁছুলে রিকশাটি আকস্মিক থেমে যায়। এ সময় পাশের ইপিলিপিল বাগান থেকে তিনজন অস্ত্রধারী এসে সাঈমের টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। সাঈম ঢাকা আরামবাগ ফুটবল একাডেমীর খেলোয়াড়।